মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩৩। একই সূত্রে নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের কাছাকাছি বর্ণিত আছে, তবে তিনি এ হাদীসে বলেছেন, একশত উট, ত্রিশটি চার বছর বয়সের উট, ত্রিশটি পাঁচ বছর বয়সের উট এবং চল্লিশটি ছয় বছর থেকে দশ বছর বয়সের গর্ভবতী উট।
আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি এ শব্দে অবগত হইনি। এর সনদে সাহাবী এবং তাবিয়ীর নামের উল্লেখ হয়নি। তাই এটি দুর্বল হাদীস।
আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি এ শব্দে অবগত হইনি। এর সনদে সাহাবী এবং তাবিয়ীর নামের উল্লেখ হয়নি। তাই এটি দুর্বল হাদীস।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
وعنه أيضاً (4) عن النبى صلى الله عليه وسلم بقريب من ذلك إلا أنه قال مائة من الإبل ثلاثون حقة وثلاثون جذعة وثلاثون بنات لبون (5) وأربعون ثنية خلفة الى بازل عامه