মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩২। কাসিম ইবন রবীআ (রা) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) উকবা ইবন আউসের জনৈক সাহাবী (রা) থেকে বর্ণনা করা হাদীসে বলেছেন, কোড়া, লাঠি এবং পাথর দিয়ে হত্যা করা হলে সেটা ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ ভুলবশত হত্যারূপে গণ্য হবে। এরূপ নিহতের রক্তপণ একশত উট, এর চল্লিশটি গর্ভবতী উট। যে ব্যক্তি এর থেকে বেশি দাবী করবে সে জাহেলিয়াতের লোক।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটির অতিরিক্ত বর্ণনা অবগত হইনি। হাদীসটির সনদে সাহাবী এবং তাবিয়ীর নাম উল্লেখ না হওয়ায় হাদীসটি দূর্বল।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটির অতিরিক্ত বর্ণনা অবগত হইনি। হাদীসটির সনদে সাহাবী এবং তাবিয়ীর নাম উল্লেখ না হওয়ায় হাদীসটি দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
عن القاسم بن ربيعة (1) أنه قال فى هذا الحديث (2) وإن قتيل خطأ العمد بالسوط والعصا والحجر مائة من الإبل، منها أربعون فى بطونها أولادها فمن ازداد بعيراً (3) فهو من أهل الجاهلية