মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩১। উকবা ইবন আউস (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন মানুষদেরকে নসিহত করেন (তিনি দীর্ঘ হাদীস বর্ণনা করেন, তাতে আছে), ইচ্ছাকৃত হত্যা-সদৃশ ভুলবশত হত্যা হল কোড়া, লাঠি ও পাথর দ্বারা হত্যা করা। এরূপ নিহতের রক্তপণ ইচ্ছাকৃত হত্যার রক্তপণের মত একশত উট এর চল্লিশিটি গর্ভবতী উট। অন্য এক বর্ণনায় আছে চল্লিশটি ছয় বছর থেকে দশ বছর বয়সের গর্ভবতী উট।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী, বায়হাকী, বুখারী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী, বায়হাকী, বুখারী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
عن عقبة بن أوس (8) عن رجل من أصحاب النبى صلى الله عليه وسلم (9) أن النبى صلى الله عليه وسلم خطب يوم فتح مكة (فذكر حديثاً (10) وفيه) ألا وإن قتيل خطأ العمد بالسوط والعصا والحجر دية مغلظة مائة من الإبل منها أربعون فى بطونها أولادها (وفى لفظ) أربعون من ثنية إلى بازل (11) عامها كلهن خلفة