মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৩০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩০। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ ভুলবশত হত্যা হল কোড়া বা লাঠির আঘাতে হত্যা করা। নিহতের রক্তপণ একশত উট এর চল্লিশটি গর্ভবতী উট।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
عن عبد الله بن عمرو (7) أن رسول الله صلى الله عليه وسلم قال أن قتيل الخطأ شبه العمد قتيل السوط والعصافية مائة منها أربعون فى بطونها أولادها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩০ | মুসলিম বাংলা