মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১২৯। ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন মানুষদেরকে নসিহত করলেন। তিনি বললেন, কোড়া বা লাঠি দিয়ে ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ ভুলবশত হত্যার রক্তপণ একশত উট এর চল্লিশটি গর্ভবতী উট। জাহেলী যুগের গৌরবাত্মক সব কিছু আমার পায়ের নিচে। তবে আমি হাজিদেরকে পানি পান করানোর কাজ এবং পবিত্র কাবা ঘরের রক্ষনাবেক্ষণকে তার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের জন্য বহাল রাখলাম।
(শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে আলী ইবন যাইদ ইবন জুদ'আন আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। তবে আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-এর সূত্রে এ হাদীসটির সমর্থক হাদীছ বর্ণিত আছে, যাকে ইবন হিব্বান এবং ইবন কাত্তান সহীহ বলেছেন।)
(শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে আলী ইবন যাইদ ইবন জুদ'আন আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। তবে আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-এর সূত্রে এ হাদীসটির সমর্থক হাদীছ বর্ণিত আছে, যাকে ইবন হিব্বান এবং ইবন কাত্তান সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
عن ابن عمر(1) أن رسول الله صلى الله علي وسلم خطب الناس يوم الفتح فقال ألا أن دية الخطأ العمد (2) بالسوط أو العصا مغلظة (3) مائة، منها أربعون خلفة (4) فى بطونها أولادها ألا أن كل دم ومال ومأثرة (5) كانت فى الجاهلية تحت قدمى إلا ما كان من سقاية الحاج وسدانة الببت (6) فإنى قد أمضيتها لأهلها