মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
দিয়াত (রক্তপণ) প্রসঙ্গ
পরিচ্ছেদ: কোন মানুষের হত্যার, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার এবং তার উপকারিতা নষ্ট করার। আর ভুল বশত হত্যার, ইচ্ছাকৃত হত্যার এবং ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ সম্পর্কিত বর্ণনা।
পরিচ্ছেদ: কোন মানুষের হত্যার, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার এবং তার উপকারিতা নষ্ট করার। আর ভুল বশত হত্যার, ইচ্ছাকৃত হত্যার এবং ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ সম্পর্কিত বর্ণনা।
১২৮। মুহাম্মদ ইবন জা'ফর ইবন যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যিয়াদ ইবন দমরা ইবন সা'দ সুলামীকে উরওয়া ইবন যুবাইর (র)-এর কাছে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেন, আমার কাছে আমার পিতা এবং দাদা বর্ণনা করেন যে, তাঁরা হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে যোহরের নামায পড়লেন। অতঃপর তিনি একটি গাছের ছায়াতলে বসলেন। আকরা ইবন হাবিস (রা) তাঁর নিকট দাঁড়ালেন। আর কাইস গোত্রের সর্দার উয়াইনা ইবন হিসন ইবন বদর (রা) আমির ইবন আযবাত আশজায়ী (রা)-এর হত্যার বিচারের আবেদন করল। আর আকরা' ইবন হাবিস (রা) মুহাল্লিস ইবন জাছছামা (রা)-এর পক্ষ সমর্থন করলেন। যেহেতু তারা উভয়েই খিনদাফ বংশের লোক ছিলেন। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ঝগড়ায় লিপ্ত হলেন। আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনলাম, তোমরা আমাদের এ সফরে পঞ্চাশটি উট রক্তপণ রূপে গ্রহণ করবে, আর আমরা যখন প্রত্যাবর্তন করব তখন অন্য পঞ্চাশটি উট গ্রহণ করবে। উয়াইনা (রা) বলল, আল্লাহর শপথ। হে আল্লাহর রাসূল! আমি তা ত্যাগ করব না যতক্ষণ না তার মহিলাদেরকে শোকে ভোগাব, যেমনটা ভোগ করেছে আমার মহিলারা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বরং তোমরা রক্তপণ গ্রহণ করবে। উয়াইনা (রা) তা অস্বীকার করল। তখন লাইস বংশের মুকাইতিল (রা) নামক জনৈক খর্বকায় ব্যক্তি দাঁড়াল যাকে যুদ্ধের ময়দানে হারানো যায়না। সে বলল, হে আল্লাহর নবী (ﷺ)! আমি ইসলামের শুরুতে এই নিহত লোকটাকে এমন মেষ পালের মত পেয়েছি, যারা কোন জলাশয়ে পানি পান করতে এসেছিল, তারপর তাদের সামনেরটিকে তীর নিক্ষেপ করা হল। ফলে অন্য গুলো পালিয়ে গেল। আজ আপনি আপনার সুন্নাত অনুযায়ী কিসাস গ্রহণ করুন এবং পরবর্তীতে তা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করবেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত উঁচু করলেন এবং বললেন, বরং তোমরা আমার এ সফরে পঞ্চাশটি উট রক্তপণরূপে গ্রহণ করবে, আর আমরা যখন প্রত্যাবর্তন করব তখন অন্য পঞ্চাশটি উট গ্রহণ করবে। তিনি তাঁদেরকে একথা বারবার বললেন, যতক্ষণ না তারা রক্তপণ গ্রহণ করলেন। শেষ পর্যন্ত তারা রক্তপণ গ্রহণে সম্মত হলে উপস্থিত সাহাবীগণ (রা) বললেন, তোমাদের হত্যাকারী কোথায়? রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তখন গৌর বর্ণের লম্বা একহারা গঠনের জনৈক ব্যক্তি দাঁড়ালো, তার গায়ে এক প্রস্থ পোশাক ছিল। মনে হচ্ছিল যেন সে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে গিয়ে বসল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমার নাম কি? সে বলল: আমি মুহাল্লিম ইবন জাছছামা। রাসূলুল্লাহ (ﷺ) তিনবার বললেন, হে আল্লাহ! আপনি মুহাল্লিমকে ক্ষমা করবেন না। সে তাঁর সম্মুখ থেকে উঠে গেল এবং তার চোখের পানি তার চাদরের প্রান্ত দিয়ে মুছতে লাগল। আমরা নিজেদের মধ্যে বলাবলি করতাম, আসলে তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, আর তিনি প্রকাশ্যে যা বলেছেন তার উদ্দেশ্য, মানুষকে সাবধান করা যাতে তারা একে অপরকে হত্যা করা থেকে বিরত থাকে।
(আবূ দাউদ, ইবন মাজাহ। হাফিয ইবন হাজর আল-ইসাবায় হাদীসটিকে হাসান বলেছেন।)
(আবূ দাউদ, ইবন মাজাহ। হাফিয ইবন হাজর আল-ইসাবায় হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الدية
باب جامع دية النفس وأعضائها ومنافعها وما جاء فى الخطأ والعمد وشبه العمد
باب جامع دية النفس وأعضائها ومنافعها وما جاء فى الخطأ والعمد وشبه العمد
عن محمد بن جعفر بن الزبير(3) قال سمعت زياد بن ضميرة (4) بن سعد السلبى يحدث عن عروة ابن الزبير قال حدثنى أبى وجدى وكانا قد شهدا حنيناً مع رسول الله صلى الله عليه وسلم قالا صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر ثم جلس إلى ظل شجرة (5) فقام إليه الأقرع بن جابس: وعيينة بن حصن (6) ابن بدر يطلب بدم الأشجعى عامر بن الأضبط وهو يومئذ سيد قيس (7) والأقرع بن حابس يدفع عن محلم بن جثامة (8) لخندف (وفى لفظ بمكانه من خندف) فاختصما بين يدى رسول الله صلى الله عليه وسلم فسمعنا رسول الله صلى الله عليه وسلم يقول تأخذون الدية خمسين فى سفرنا هذا وخمسين إذا رجعنا (1) قال يقول علية والله يا رسول الله لا أدعه حتى أذيق نساءه من الحزن (2) ما ذاق نسائى، فقال رسول الله صلى الله عليه وسلم بل تأخذون الدية: فأبى عيينة فقام رجل من ليث يقال له مكيتل (3) رجل قصير مجموع فقال يا نبى الله ما وجدت لهذا القتيل شبيها فى غرة الإسلام (4) إلا كغنم وردت (5) فرمى أولها فنفر آخرها، أسنن اليوم وغير غداً (6) قال فرفع رسول الله صلى الله عليه وسلم يده ثم قال بل تقبلون الدية فى سفرنا هذا خمسين، وخمسين إذا رجعنا، فلم يزل بالقوم حتى قبلوا الدية، فلما قبلوا الدية قال قالوا أين صاحبكم يستغفر له رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، فقام رجل آدم (7) طويل ضرب عليه حلة كأن (8) تهيأ للقتل حتى جلس بين يدى رسول الله صلى الله عليه وسلم (9) فلما جلس قال له رسول الله صلى الله عليه وسلم ما اسمك؟ قال أنا محلم بن جثامة، قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا تغفر لمحلم ثلاث مرات فقام من بين يديه وهو يتلقى دمعه بفضل ردائه، فأما نحن بيننا فنقول قد استغفر له ولكنه أظهر ما أظهر ليدع الناس بعضهم من بعض (10)