মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
দিয়াত (রক্তপণ) প্রসঙ্গ
পরিচ্ছেদ: কোন মানুষের হত্যার, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার এবং তার উপকারিতা নষ্ট করার। আর ভুল বশত হত্যার, ইচ্ছাকৃত হত্যার এবং ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ সম্পর্কিত বর্ণনা।
পরিচ্ছেদ: কোন মানুষের হত্যার, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার এবং তার উপকারিতা নষ্ট করার। আর ভুল বশত হত্যার, ইচ্ছাকৃত হত্যার এবং ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ সম্পর্কিত বর্ণনা।
১২৭। উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইচ্ছাকৃত হত্যার রক্তপণ ধার্য করেন। ত্রিশটি তিন বছর বয়সের মাদী উট, ত্রিশটি চার বছর বয়সের উট, এবং চল্লিশটি গর্ভবতী উট। আর তিনি ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ ধার্য করেন ত্রিশটি তিন বছর বয়সের মাদী উট, ত্রিশটি চার বছর বয়সের উট, বিশটি দু' বছরের মাদী উট এবং বিশটি দু' বছরের পুরুষ উট। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর উটের মূল্য বৃদ্ধি পেল এবং দিরহামের মূল্য কমে গেল। তাই উমর ইবনুল খাত্তাব (রা) মদীনার রক্তপণের একশত উটের প্রত্যেকটির মূল্য দেড় আউন্স অনুযায়ী ছয় হাজার দিরহাম নির্ধারণ করেন। তারপর উটের মূল্য আরও বৃদ্ধি পেল এবং রৌপ্য মুদ্রার মূল্য কমে গেল। তাই উমর ইবনুল খাত্তাব (রা) একশত উটের প্রত্যেকটির মূল্য দু' আউন্স অনুযায়ী দু' হাজার বাড়ালেন। তারপর উটের মূল্য আরও বৃদ্ধি পেল এবং দিরহামের মূল্য কমে গেল। তখন উমর (রা) প্রত্যেকটির মূল্য তিন আউন্স অনুযায়ী বার হাজারে পূর্ণ করেন। তিনি বলেন, তিনি যিলকদ, যিলহজ, মুহাররম এবং রজব মাসের রক্তপণ এক তৃতীয়াংশ বৃদ্ধি করেন, তিনি বলেন, মক্কা ও মদীনার রক্তপণ বিশ হাজারে পূর্ণ হল। তিনি বলেন, বলা হত মরুবাসীদের রক্তপণ তাদের গবাদি পশু থেকে গ্রহণ করা হবে। তাদেরকে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রার জন্য চাপ দেয়া হবে না। আর গবাদি পশুর মালিক ছাড়া অন্যদের থেকে তাদের রক্তপণ তাদের মাল থেকে সমমূল্য পরিমাণ গ্রহণ করা হবে।
(ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাঁর পিতার মুসনাদে কিছু হাদীস সংযোজন করেছেন। এই হাদীসটি তার অন্তর্ভুক্ত। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন। উবাদা ইবন সামিত (রা) থেকে হাদীসটির বর্ণনাকারী ইসহাক ইবন ইয়াহইয়া উবাদা (রা)-কে পাননি।)
(ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাঁর পিতার মুসনাদে কিছু হাদীস সংযোজন করেছেন। এই হাদীসটি তার অন্তর্ভুক্ত। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন। উবাদা ইবন সামিত (রা) থেকে হাদীসটির বর্ণনাকারী ইসহাক ইবন ইয়াহইয়া উবাদা (রা)-কে পাননি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الدية
باب جامع دية النفس وأعضائها ومنافعها وما جاء فى الخطأ والعمد وشبه العمد
باب جامع دية النفس وأعضائها ومنافعها وما جاء فى الخطأ والعمد وشبه العمد
عن عبادة بن الصامت (7) قال قضى رسول الله صلى الله عليه وسلم فى دية الكبرى المغلظة (8) ثلاثين ابنة لبون وثلاثين حقة وأربعين خلفة، وقضى فى دية الصغرى ثلاثين ابنة لبون وثلاثين حقة وعشرين ابنة مخاض وعشرين بنى مخاض ذكور ثم غلت الإبل بعد وفاة رسول الله صلى الله عليه وسلم وهانت الدراهم فقوم عمر بن الخطاب إبل المدينة ستة آلاف درهم حساب أوقية (9) لكل بعير ثم غلت الإبل وهان الورق فزاد عمر بن الخطاب ألفين حساب أوقيتين لكل بعير، ثم غلت الإبل وهانت الدراهم فأتمها اثنى عشر ألفاً حساب ثلاث أواق بكل بعير، قال فزاد ثلث الدية فى الشهر الحرام (1) وثلث آخر فى البلد الحرام قال فتمت دية الحرمين عشرين ألفاً، قال فكان يقال يؤخذ من أهل البادية من ماشيتهم لا يكلفون الورق ولا الذهب، ويؤخذ من كل قوم مالهم قيمة العدل (2) من أموالهم