মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কিসাস এবং হদ্দ মক্কার হারামে এবং মসজিদে গ্রহণ করা যাবে কি না?
১২২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর তাঁর মাথায় লৌহ বর্ম পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। যখন তিনি তা খুললেন তখন জনৈক ব্যক্তি এসে বলল, ইবন খাতাল কা'বার পর্দার সাথে জড়িত হয়ে আছে। তিনি বললেন, তোমরা তাকে হত্যা কর।
(বুখারী, আবূ দাউদ তায়ালিসী, শাফিয়ী)
(বুখারী, আবূ দাউদ তায়ালিসী, শাফিয়ী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يستوفى القصاص والحدود فى الرحم والمساجد أم لا؟
عن أنس بن مالك (1) أن رسول الله صلى الله عليه وسلم دخل مكة عام الفتح وعلى رأسه المغفر (2) فلما نزعه جاء رجل وقال ابن خطل (3) متعلق بأستار الكعبة فقال اقتلوه (4)