মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কিসাস এবং হদ্দ মক্কার হারামে এবং মসজিদে গ্রহণ করা যাবে কি না?
১২১। আমর ইবন শুআইব তাঁর পিতা থেকে, শুআইব তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলার হক সমূহের ক্ষেত্রে ঐ ব্যক্তি অধিকতর সীমালঙ্ঘন কারী যে ব্যক্তি মক্কার হারামে কাউকে হত্যা করে বা তার হত্যাকারী ছাড়া অন্য কাউকে হত্যা করে বা জাহেলিয়াতের প্রতিশোধে কাউকে হত্যা করে।
(ইবন হিব্বান, 'আস-সাহীহ'। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। ইমাম আহমদ আবূ শুরাইহ খুযায়ী (রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন, এ কিতাবের যুদ্ধের পর্বে 'মক্কা বিজয়ের বৎসরের পর মক্কায় যুদ্ধ করা' শীর্ষক পরিচ্ছেদে তা উদ্ধৃত হবে।)
(ইবন হিব্বান, 'আস-সাহীহ'। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। ইমাম আহমদ আবূ শুরাইহ খুযায়ী (রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন, এ কিতাবের যুদ্ধের পর্বে 'মক্কা বিজয়ের বৎসরের পর মক্কায় যুদ্ধ করা' শীর্ষক পরিচ্ছেদে তা উদ্ধৃত হবে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يستوفى القصاص والحدود فى الرحم والمساجد أم لا؟
عن عمرو بن شعيب (5) عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم أن أعدى (6) الناس على الله من قتل فى الحرم (7) أو قتل غير قاتله أو قتل بذحول (8) الجاهلية