মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১২০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কিসাস এবং হদ্দ মক্কার হারামে এবং মসজিদে গ্রহণ করা যাবে কি না?
১২০। হাকীম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মসজিদে হদ্দ জারি করা যাবে না এবং তাতে হত্যাকারীর এবং তার মত অপরাধীর থেকে কিসাস গ্রহণ করা যাবে না।
(হাদীসটির উৎস এ কিতাবের মসজিদ পর্বে 'মসজিদকে যে সকল বস্তু থেকে রক্ষা করতে হবে' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يستوفى القصاص والحدود فى الرحم والمساجد أم لا؟
عن حكيم بن حزام (3) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقام الحدود فى المساجد ولا يستقاد (4) فيها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২০ | মুসলিম বাংলা