মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১১৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যদি কেউ দাঁত দিয়ে কারো হাত কামড়ায়, আর সে তা তার মুখ থেকে টেনে বের করে, আর তার মুখের সম্মুখ ভাগের দাঁত পড়ে যায় তাহলে তার শরয়ী বিধান প্রসঙ্গ।
১১৮। ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া'লা ইবন মুনয়া বা ইবন উমাইয়্যা (রা) জনৈক ব্যক্তির সাথে মারামারি করলে তাদের একজন তার সাথীর হাত কামড়ে ধরল। আর সে তার হাত তার মুখ থেকে টেনে বের করল। তাতে তার একটি দাঁত পড়ে গেল। হাদীসের এক বর্ণনাকারী হাজ্জাজ বলেন, তার দু'টি দাঁত পড়ে গেল। তারা নবী (ﷺ)-এর নিকট অভিযোগ করলে তিনি বললেন, তোমাদের একজন তার অপর ভাইকে উটের ন্যায় কামড়াবে? তার জন্য কোন রক্তপণ নেই। অন্য এক বর্ণনায় আছে, তিনি তা বাতিল করলেন এবং বললেন, তুমি তোমার ভাইয়ের গোশত উটের মত কামড়াতে চেয়েছ।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن عض يد رجل فانتزعها فسقطت ثنيته
عن عمران بن حصين (2) قال قاتل يعلى بن منية (3) أو ابن أمية. رجلاً فعض أحدهما يد صاحبه فانتزع يده من فيه فانتزع ثنيته (4) وقال حجاج ثنيتيه فاختصما إلى النبي صلى الله عليه وسلم فقال يعض أحدكما أخاه كما يعض الفحل لا دية له (وفى لفظ) فأبطلها وقال أردت أن تقضم لحم أخيك كما يقضم الفحل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৮ | মুসলিম বাংলা