মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১১৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যদি কেউ দাঁত দিয়ে কারো হাত কামড়ায়, আর সে তা তার মুখ থেকে টেনে বের করে, আর তার মুখের সম্মুখ ভাগের দাঁত পড়ে যায় তাহলে তার শরয়ী বিধান প্রসঙ্গ।
১১৭। ইয়া'লা ইবন উমাইয়্যা (রা) এবং সালামা ইবন উমাইয়্যা (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবুকের যুদ্ধে বের হলাম। আমরা আমাদের জন্য একজন সেবক সাথে নিলাম। সে এবং জনৈক মুসলিম ব্যক্তি মারামারি করল, ঐ ব্যক্তিটি তার হাত কামড়ে ধরল। আর সে তার হাত তার মুখ থেকে টেনে বের করল। তাতে তার একটি দাঁত পড়ে গেল। ঐ লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যেয়ে তার রক্তপণ চাইল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কেউ তার ভাইকে উটের ন্যায় কামড়াবে, অতঃপর রক্তপণ চাইবে? তোমার জন্য কোন রক্তপণ নেই। রাসূলুল্লাহ (ﷺ) তা বাতিল করে দিলেন।
(বুখারী, মুসলিম, শাফিয়ী, আবূ দউদ, নাসাঈ, ইবন হিব্বান এবং অন্যরা)
ইয়া'লা ইবন উমাইয়্যা (রা) থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবুকের যুদ্ধে লড়াই করলাম এবং তা আমার ধারণায় আমার আমল সমূহের মধ্যে অধিকতর সুদৃঢ় আমল। আর আমার একজন সেবক ছিল সে এবং অন্য এক ব্যক্তি মারামারি করল, তাদের একজন তার সাথীর আঙ্গুল কামড়ে ধরল। আর সে তার আঙ্গুল তার মুখ থেকে টেনে বের করল। তাতে তার দাঁত পড়ে গেল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট রক্তপণ চাইলে তিনি বললেন, সে তার হাত তোমার মুখে রেখে দিবে আর তুমি তার হাত উটের ন্যায় কামড়াবে?
(বুখারী, মুসলিম, শাফিয়ী, আবূ দউদ, নাসাঈ, ইবন হিব্বান এবং অন্যরা)
ইয়া'লা ইবন উমাইয়্যা (রা) থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবুকের যুদ্ধে লড়াই করলাম এবং তা আমার ধারণায় আমার আমল সমূহের মধ্যে অধিকতর সুদৃঢ় আমল। আর আমার একজন সেবক ছিল সে এবং অন্য এক ব্যক্তি মারামারি করল, তাদের একজন তার সাথীর আঙ্গুল কামড়ে ধরল। আর সে তার আঙ্গুল তার মুখ থেকে টেনে বের করল। তাতে তার দাঁত পড়ে গেল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট রক্তপণ চাইলে তিনি বললেন, সে তার হাত তোমার মুখে রেখে দিবে আর তুমি তার হাত উটের ন্যায় কামড়াবে?
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن عض يد رجل فانتزعها فسقطت ثنيته
عن يعلى بن أمية (2) وسلمة بن أمية قالا خرجنا مع رسول الله صلى الله عليه وسلم فى غزوة تبوك معنا صاحب لنا (3) فاقتتل هو ورجل من المسلمين (4) فعض ذلك الرجل بذراعه (5) فاجتبذ يده من فيه (6) فطرح ثنيته فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم يسأله العقل (7) فقال رسول الله صلى الله عليه وسلم ينطلق أحدكم إلى أخيه يعضه عضيض الفحل (8) ثم يأتى يلتمس العقل لا دية لك فأطلها (9) رسول الله صلى الله عليه وسلم يعنى فأبطلها (ومن طريق ثان) (10) عن صفوان بن يعلى عن يعلى بن أمية قال غزوت مع النبي صلى الله عليه وسلم جيش العسرة (11) وكان من اوثق أعمالي فى نفسى (12) وكان لى أجير فقاتل إنساناً فعض أحدهما صاحبه (13) فانتزع أصبعه (14) فأندر وقال أفيدع يده في فيك تقضمها (1) قال أحسبه قال كما يقضم الفحل