মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১১৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কিসাসের হকদার হওয়া সত্ত্বেও যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দেয়, তার ফযীলত।
১১৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যদি নবী (ﷺ)-এর নিকট কিসাসের কোন ফয়সালা পেশ করা হত, তাহলে তিনি তা ক্ষমা করে দেয়ার জন্য উৎসাহ দিতেন।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি শরয়ী দলীল হওয়ার উপযুক্ত।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فضل من استحق القصاص وعفا
عن أنس بن مالك قال ما رفع إلى النبى صلى الله عليه وسلم أمر فيه القصاص إلا أمر فيه بالعفو
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৪ | মুসলিম বাংলা