মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১১৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কিসাসের হকদার হওয়া সত্ত্বেও যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দেয়, তার ফযীলত।
১১৩। উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কারো শরীরের কোন অঙ্গ আহত হয় আর সে তার আঘাতকারীকে ক্ষমা করে দেয় আল্লাহ তার থেকে অনুরূপ অপরাধ মোচন করেন যেরূপ অপরাধ সে ক্ষমা করেছে।
(যিয়ামাকদিসী। হাফিয সুয়ূতী হাদীসটি সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فضل من استحق القصاص وعفا
عن عبادة بن الصامت قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يجرح في جسده جراحة فيتصدق بها إلا كفر الله عنه مثل ما تصدق به
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৩ | মুসলিম বাংলা