মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১১১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : শাসকদের দায়িত্ব কিসাসের ব্যবস্থা করা, তবে হকদার ব্যক্তি হত্যাকারীর সাথে সমঝোতা করলে বা তাকে ক্ষমা করলে ভিন্ন কথা।
১১১। আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) আবূ জাহাম (রা)-কে সদকা উসূলকারী করে পাঠালেন। জনৈক ব্যক্তি তাঁর সাথে ঝগড়া করল। আবু জাহাম (রা) তাকে মারলেন। তাতে তার মাথা আহত হল। তার আত্মীয় স্বজনরা নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমরা সীমা লঙ্ঘনকারী আবূ জাহামের কিসাস চাই। তিনি বললেন, আমি তোমাদেরকে (রক্তপণ হিসেবে) এত-এত পরিমাণ মাল দেব। তাতে তারা সন্তুষ্ট হল না। তিনি বললেন, আমি তোমাদেরকে (রক্তপণ হিসেবে) এত পরিমাণ মাল দেব। তারা তাতেও সন্তুষ্ট হল না। তিনি বললেন, আমি তোমাদেরকে (রক্তপণ হিসেবে) এত পরিমাণ মাল দেব। এবার তারা সন্তুষ্ট হল। নবী (ﷺ) বললেন, আমি লোকদের সাথে কথা বলব এবং তাদেরকে তোমাদের সন্তুষ্টির কথা জানাব। তারা বলল, হাঁ। নবী (ﷺ) লোকদরকে সম্বোধন করে বললেন, লাইছ বংশের লোকেরা আমার নিকট সীমালঙ্ঘনকারীর কিসাস গ্রহণের জন্য এসেছে। আমি তাদের জন্য এরূপ এবং এরূপ মালের রক্তপণ পেশ করেছি। তারা তাতে সন্তুষ্ট হয়েছে। তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলল, না। মুহাজিরগণ তাদেরকে এরূপ অসৎ আচরণের জন্য ধমক দিলেন। নবী (ﷺ) তাঁদেরকে তা থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। তাঁরা বিরত থাকলেন। অতঃপর তিনি তাদেরকে ডেকে আরো বেশি মাল দিয়ে বললেন, তোমরা কি তাতে সন্তুষ্ট হয়েছ? তারা বলল, হাঁ। তিনি বললেন, আমি লোকদের সাথে কথা বলব এবং তাদেরকে তোমাদের সন্তুষ্টির কথা জানাব। নবী (ﷺ) লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কি তাতে সন্তুষ্ট হয়েছ? তারা বলল, হাঁ।
(আবূ দাউদ, নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب القصاص من ولاة الأمور إلا إذا اصطلح المستحق أو عفا
عن عائشة رضى الله عنها أن النبى صلى الله عليه وسلم بعث أبا جهم مصدقا فلاجَّه رجل في صدقته فضربه أبو جهم فشجه فأتوا النبى صلى الله عليه وسلم فقالوا القود يا رسول الله، فقال النبى صلى الله عليه وسلم لكم كذا وكذا فلم يرضوا، قال فلكم كذا وكذا فلم يرضوا، قال فلكم كذا وكذا فرضوا، فقال النبى صلى الله عليه وسلم إنى خاطب على الناس ومخبرهم برضاكم قالوا نهم، فخطب النبى صلى الله عليه وسلم فقال ان هؤلاء الليثيين أتوني يريدون القود فعرضت عليهم كذا وكذا فرضوا، أرضيتم. قالوا لا، فهم المهاجرون بهم فأمر النبي صلى الله عليه وسلم أن يكفوا ثم دعاهم فزادهم وقال أرضيتم؟ قالوا نعم، قال فانى خاطب على الناس ومخبرهم برضاكم فخطب النبى صلى الله عليه وسلم ثم قال أرضيتم؟ قالوا نعم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১১ | মুসলিম বাংলা