মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১০৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : শাসকদের দায়িত্ব কিসাসের ব্যবস্থা করা, তবে হকদার ব্যক্তি হত্যাকারীর সাথে সমঝোতা করলে বা তাকে ক্ষমা করলে ভিন্ন কথা।
১০৯। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে একটি জিনিস বণ্টন করছিলেন। এ সময় জনৈক ব্যক্তি বণ্টনকৃত মাল থেকে কিছু দ্রুত নেয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ) -এর উপর হুমড়ি খেয়ে পড়ল। রাসূলুল্লাহ (ﷺ)- তাঁর কাছে যে খেজুর কাঁদির দন্ড ছিল তা দিয়ে তাকে খোঁচা দিলেন, তাতে তার চেহারা জখম হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এসে আমার থেকে কিসাস গ্রহণ কর। সে বলল, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে ক্ষমা করেছি।
(আবূ দাউদ, নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب القصاص من ولاة الأمور إلا إذا اصطلح المستحق أو عفا
عن أبي سعيد الخدرى قال بينا رسول الله صلى الله عليه وسلم يقسم شيئا أقبل رجل فألبَّ عليه فطعنه رسول الله صلى الله عليه وسلم بعرجون كان معه فجرح بوجهه، فقال رسول الله صلى الله عليه وسلم تعال فاستقد، قال قد عفوت يا رسول الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৯ | মুসলিম বাংলা