মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১০৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : পিতাকে সন্তানের পরিবর্তে হত্যা না করা এবং দু'জনকে একজনের পরিবর্তে হত্যা করা সম্পর্কে বর্ণিত হাদীস।
১০৮। উম্মু ওয়ারাকা বিনতে আব্দুল্লাহ ইবন হারিস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) প্রত্যেক জুমআর দিন তাঁর যিয়ারত করতেন। তিনি বদরের যুদ্ধের দিন বললেন, হে আল্লাহর নবী (ﷺ), আপনি কি আমাকে আপনার সাথে বের হওয়ার অনুমতি দিবেন? আমি আপনাদের অসুস্থদেরকে সেবা শুশ্রুষা করব এবং আপনাদের আহতদের চিকিৎসা করব, সম্ভবত আল্লাহ আমাকে শাহাদাত দান করবেন। তিনি বললেন, তুমি তোমার ঘরে অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহ তা'আলা তোমাকে শাহাদাত দান করবেন। তিনি তাঁর একজন ক্রীতদাস এবং একজন ক্রীতদাসীকে অবহিত করেন যে, তারা তাঁর মৃত্যুর পর আযাদ। তাঁর জীবন দীর্ঘায়িত হওয়ায় তাদের আযাদ হওয়া বিলম্বিত হল তাই তারা তাঁকে একটি চাদরে আবৃত করে শাসরুদ্ধ করে হত্যা করল এবং পালাল। উমর (রা)-কে অবহিত করা হল, উম্মু ওয়ারাকা (রা)-কে তাঁর ক্রীতদাস এবং ক্রীতদাসী হত্যা করে পালিয়েছে। উমর (রা) লোকজনের মধ্যে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) উম্মু ওয়ারাকা (রা)-এর সাক্ষাতে যেতেন আর বলতেন, তোমরা শহীদিনীর সাক্ষাতে চল। সেই উম্মু ওয়ারাকাকে তাঁর অমুক ক্রীতদাস এবং ক্রীতদাসী চাদরে আবৃত করে শাসরুদ্ধ করে হত্যা করেছে। অতঃপর তারা পালিয়েছে। সাবধান কেউ তাদেরকে আশ্রয় দিবে না, আর যদি কোন ব্যক্তি তাদেরকে পায় সে যেন তাদেরকে নিয়ে আসে। তাদেরকে নিয়ে আসা হল। আর তাদেরকে শূলবিদ্ধ করা হল । ইসলামে সর্বপ্রথম তাদেরকেই শূলবিদ্ধ করা হয়েছে।
(হাফিয ইবন হাজার "আল ইসাবায়" হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আবু দাউদ, আবু নাঈম, ইবন সাকান এবং ইবন মানদাহ হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
আর আবূ দাউদ তায়ালিসী এবং শাফিয়ী, সাঈদ ইবন মুসায়্যিব (র) থেকে বর্ণনা করেছেন, "উমর ইবন খাত্তাব (রা) এক ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করার বদলে পাঁচজন বা সাত জনকে হত্যা করেন। আর বলেন, "যদি সনআ'বাসীরা সম্মিলিতভাবে তাকে হত্যা করত তাহলে আমি তাদের সকলকে হত্যা করতাম।"
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদ তায়ালিসী এবং শাফিয়ী হাদীসটিকে উমর (রা)-এর মওকূফ হাদীসরূপে উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাফিয ইবন হাজার "আল ইসাবায়" হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আবু দাউদ, আবু নাঈম, ইবন সাকান এবং ইবন মানদাহ হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
আর আবূ দাউদ তায়ালিসী এবং শাফিয়ী, সাঈদ ইবন মুসায়্যিব (র) থেকে বর্ণনা করেছেন, "উমর ইবন খাত্তাব (রা) এক ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করার বদলে পাঁচজন বা সাত জনকে হত্যা করেন। আর বলেন, "যদি সনআ'বাসীরা সম্মিলিতভাবে তাকে হত্যা করত তাহলে আমি তাদের সকলকে হত্যা করতাম।"
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদ তায়ালিসী এবং শাফিয়ী হাদীসটিকে উমর (রা)-এর মওকূফ হাদীসরূপে উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل والد بولده: وما جاء في قتل الاثنين بالواحد
عن أم ورقة بنت عبد الله بن الحارث أن نبي الله صلى الله عليه وسلم كان يزورها كل جمعة وأنا قالت يا نبي الله يوم بدر أتأذن فاخرج معك أمرِّض مرضاكم وأداوى جرحاكم لعل الله يهدى لى شهادة؟ قال قِرىّ فان الله عز وجل يهدى لك شهادة، وكانت أعتقت جارية لها وغلاما وعن دُبُر منها فطال عليهما فغماها في القطيفة حتى ماتت وهربا، فأتى عمر فقيل له إن أم ورقة قد قتلها غلامها وجاريتها وهربا، فقام عمر في الناس فقال إن رسول الله صلى الله عليه وسلم كان يزور أن ورقة يقول انطلقوا نزور الشهيدة وأن فلانة جاريتها وفلانا غلامها غماها قم هربا فلا يؤويهما أحد، ومن وجدهما فليأ بهما فأتى بهما فصلبا فكانا أول مصلوبين