মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১০৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : পিতাকে সন্তানের পরিবর্তে হত্যা না করা এবং দু'জনকে একজনের পরিবর্তে হত্যা করা সম্পর্কে বর্ণিত হাদীস।
১০৬। মুজাহিদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি তার তরবারি দ্বারা তার ছেলেকে আঘাত করল এবং তাকে হত্যা করল। এ হত্যাকাণ্ডের ফয়সালার জন্য তাকে উমর (রা)-এর দরবারে পেশ করা হল। তিনি বললেন, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ) এ-কে বলতে না শুনতাম যে, পিতার থেকে ছেলের কিসাস গ্রহণ করা যাবে না, তাহলে নিশ্চয়ই আমি তোমাকে তোমার এ স্থান ত্যাগ করার পূর্বে হত্যা করতাম।
(তিরমিযী, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, মুসনাদ আহমদের হাদীসের সনদ উত্তম।)
(তিরমিযী, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, মুসনাদ আহমদের হাদীসের সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل والد بولده: وما جاء في قتل الاثنين بالواحد
عن مجاهد قال حذف رجل ابنا له بسيفه فقتله فرفع إلى عمر فقال لولا أني سمعت رسول الله عليه وسلم يقول لا يقاد الوالد من ولده لقتلتك قبل أن تبرح.