মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১০৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষকে মহিলার পরিবর্তে আর মহিলাকে তার অনুরূপের পরিবর্তে হত্যা করা আর ভারী বস্তু দিয়ে হত্যা করা এবং হত্যাকারীর থেকে অনুরূপ কিসাস গ্রহণ করা যেরূপে সে কাউকে হত্যা করেছে।
১০৫। হামাল ইবন নাবিগাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার দু'স্ত্রীর দু'ঘরের মাঝখানে ছিলাম। তাদের একজন অপর জনকে তাঁবুর খুঁটি দিয়ে প্রহার করল, আর তাকে এবং তার গর্ভস্থ সন্তানকে হত্যা করল। নবী (ﷺ) গর্ভস্থ সন্তানের রক্তপণ হিসেবে একটি গোলাম আদায়ের এবং তাকে হত্যার পরিবর্তে হত্যা করার ফয়সালা করলেন।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, ইবন হিব্বান, হাকিম। ইবন হিব্বান ও হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب قتل الرجل بالمرأة والمرأة بمثلها والقتل بالمثقل والقصاص من القاتل بالصفة التي قتل بها
عن حمل بن النبى قال كنت بين بيتي امرأتيَّ فربت إحداهما الأخرى بمسطح فقتلتها وجنينها فقضى النبى صلى الله عليه وسلم في جنينها بغرة وأن تقتل بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৫ | মুসলিম বাংলা