মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১০৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষকে মহিলার পরিবর্তে আর মহিলাকে তার অনুরূপের পরিবর্তে হত্যা করা আর ভারী বস্তু দিয়ে হত্যা করা এবং হত্যাকারীর থেকে অনুরূপ কিসাস গ্রহণ করা যেরূপে সে কাউকে হত্যা করেছে।
১০৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, জনৈক ইয়াহুদী এক আনসারী মেয়ের অলঙ্কার ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করল। অতঃপর তাকে একটি কূপে নিক্ষেপ করল এবং তার মাথা পাথর দ্বারা গুঁড়িয়ে দিল। তাকে পাকড়াও করে নবী (ﷺ)-এর নিকট নিয়ে আসা হল। তিনি তাকে পাথর মেরে হত্যা করতে নির্দেশ দিলেন। সে মতে তাকে পাথর মেরে হত্যা করা হল।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, একটি মেয়ে রূপার অলঙ্কার পরে বের হল। জনৈক ইয়াহুদী তাকে ধরে তার মাথা গুঁড়িয়ে দিল এবং তার অলঙ্কার ছিনিয়ে নিল। তাকে মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে আসা হল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমাকে কি অমুক হত্যা করেছে? সে তার মাথা দিয়ে ইশারা করল, না। তিনি বললেন, অমুক? সে তার মাথা দিয়ে ইশারা করল, না। তিনি বললেন, অমুক ইয়াহুদী? সে তার মাথা দিয়ে ইশারা করল, হ্যাঁ রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাকড়াও করলেন, আর তার মাথা দু'টি পাথরের মাঝে রেখে গুঁড়িয়ে দিলেন।
তৃতীয় এক বর্ণনা সূত্রে কাতাদাহ (র) থেকে বর্ণিত হয়েছে যে, আনাস (রা) নবী (ﷺ) থেকে দ্বিতীয় বর্ণনার ন্যায় হাদীস বর্ণনা করেন। তবে কাতাদা (র) তাঁর হাদীসে বলেন, আর ইয়াহুদীটি তা স্বীকার করল।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب قتل الرجل بالمرأة والمرأة بمثلها والقتل بالمثقل والقصاص من القاتل بالصفة التي قتل بها
عن أنس بن مالك أن رجلا من اليهود قتل جارية من الأنصار على حلى لها ثم ألقاها في قليب ورضخ رأسها بالحجارة فأخذ فأتي به النبى صلى الله عليه وسلم فأمر به أن يرجم حتى يموت فرجم حتى مات (وعنه من طريق ثان) أن جارية خرجت عليها أرضاخ فأخذها يهودى فرضخ رأسها وأخذ ما عليها فأتى بها رسول الله صلى الله عليه وسلم وبها رمق فقال لها رسول الله صلى الله عليه وسلم من قتلك فلان؟ فقالت برأسها لا، فقال فلان. فقالت برأسها لا، قال ففلان اليهودى؟ فقالت برأسها نعم، فأخذه رسول الله صلى الله عليه وسلم فرضخ رأسه بين حجرين (من طريق ثالث) عن قتادة عن أنس عن النبى صلى الله عليه وسلم بمثل الطريق الثانية إلا أن قتادة قال في حديثه فاعترف اليهودي.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৪ | মুসলিম বাংলা