মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১০৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করার নিষেধাজ্ঞা এবং আযাদকে ক্রীতদাসের পরিবর্তে হত্যা করা প্রসঙ্গ।
১০৩। হাসান (র) সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি তার ক্রীতদাসকে হত্যা করে, আমরা তাকে হত্যা করব, আর যদি কোন ব্যক্তি তার নাক ইত্যাদি কর্তন করে, আমরা তার নাক কর্তন করব।
ইয়াহইয়া (র) বলেন, হাসান (র) পরবর্তীতে তাঁর বর্ণিত এ হাদীস ভুলে যান এবং বলেন, তাকে হত্যা করা যাবে না।
প্রথম বর্ণনা সূত্রের উৎস: আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, দারিমী।
দ্বিতীয় এক বর্ণনা সূত্রে হাসান (র) সামুরা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি তার ক্রীতদাসকে খাসি (মুষ্ক ছেদন) করে তাহলে আমরা তাকে খাসি করব।
দ্বিতীয় বর্ণনা সূত্রের উৎস: আবূ দাউদ, নাসাঈ। আর আবূ দাউদ তায়ালিসী মুসনাদে হাদীসটিকে উভয় বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আর হাকিম দ্বিতীয় বর্ণনা সূত্রকে সহীহ বলেছেন।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل مسلم بكافر، وما جاء في قتل الحر بالعبد
عن قتادة عن الحسن عن سمرة بن جندب عن النبى صلى الله عليه وسلم قال من قتل عبده قتلناه ومن جدعه جدعناه قال يحيي ثم نسي الحسن بعد فقال لا يقتل به (ومن طريق ثان) عن الحصن عن سمرة أيضا قال ومن أخصى عبده أخصيناه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৩ | মুসলিম বাংলা