মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১০২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করার নিষেধাজ্ঞা এবং আযাদকে ক্রীতদাসের পরিবর্তে হত্যা করা প্রসঙ্গ।
১০২। আমর ইবন শুআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা করেছেন যে, মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না। অন্য এক বর্ণনায় অতিরিক্ত আছে যে, কাফেরের রক্তপণ মুসলিমের রক্তপণের অর্ধেক।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।)
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل مسلم بكافر، وما جاء في قتل الحر بالعبد
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قضى أن لا يقتل مسلم بكافر (زاد في رواية) ودية الكافر نصف دية المسلم