মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১০১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করার নিষেধাজ্ঞা এবং আযাদকে ক্রীতদাসের পরিবর্তে হত্যা করা প্রসঙ্গ।
১০১। আলী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনদের পারস্পরিক রক্ত (-এর মর্যাদা) সমান। তারা সকলে তাদের শত্রুদের বিরুদ্ধে এক। তাদের অতি সাধারণ ব্যক্তির প্রদত্ত নিরাপত্তাও সকলের জন্য রক্ষা করা অপরিহার্য এবং ইসলামী রাষ্ট্রের সাথে (অমুসলিম রাষ্ট্রের) চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করা হারাম।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, হাকিম। হাদীসটি আব্দুল্লাহ ইবন আহমদের 'যাওয়াইদে মুসনাদে আহমদ' থেকে। ইমাম আহমদও হাদীসটিকে দীর্ঘ বর্ণনা করেছেন। যা এ কিতাবের ফাযায়েল পর্বের মদীনার ফাযায়েল শীর্ষক অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে উদ্ধৃত হবে।)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, হাকিম। হাদীসটি আব্দুল্লাহ ইবন আহমদের 'যাওয়াইদে মুসনাদে আহমদ' থেকে। ইমাম আহমদও হাদীসটিকে দীর্ঘ বর্ণনা করেছেন। যা এ কিতাবের ফাযায়েল পর্বের মদীনার ফাযায়েল শীর্ষক অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে উদ্ধৃত হবে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل مسلم بكافر، وما جاء في قتل الحر بالعبد
عن على رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال المؤمنون تتكافأ دماؤهم وهم يد على من سواهم يسعى بذمتهم أدناهم ألا لا يقتل مؤمن بكافر ولا ذو عهد في عهده