মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১০০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করার নিষেধাজ্ঞা এবং আযাদকে ক্রীতদাসের পরিবর্তে হত্যা করা প্রসঙ্গ।
১০০। আবূ জুহায়ফা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলী (রা)-কে জিজ্ঞাসা করলাম, আপনার নিকট কি রাসূলুল্লাহ (ﷺ)-র থেকে কুরআন ছাড়া আর কিছু আছে? তিনি বললেন, ঐ সত্তার শপথ! যিনি অঙ্কুর থেকে বীজ বের করেন এবং কোন বস্তুকে নাস্তি থেকে অস্তিত্বে আনেন, আল্লাহ তা'আলা কোন ব্যক্তিকে কুরআনের যে বুঝ দান করেন বা এ কাগজে যা লিখিত রয়েছে তা ছাড়া আমার নিকট কোন কিছু নেই। আমি বললাম, এ কাগজে কি লিখিত আছে? তিনি বললেন, রক্তপণ, যুদ্ধবন্দীকে উদ্ধার করার বিধি বিধান এবং মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা যাবে না।
(বুখারী, শাফিয়ী, আবূ দাউদ, তিরমিযী এবং অন্যরা)
(বুখারী, শাফিয়ী, আবূ দাউদ, তিরমিযী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يقتل مسلم بكافر، وما جاء في قتل الحر بالعبد
عن أبي جحيفة قال سألنا عليا رضى الله عنه هل عندكم من رسول الله صلى الله عليه وسلم شيء بعد القرآن؟ قال لا والذى فلق الحبة وبرأ النسمة إلا فهم يؤتيه الله عز وجل رجلا في القرآن أو ما فيه الصحيفة قلت وما في الصحيفة؟ قال العقل وفكاك الأسير ولا يقتل مسلم بكافر