মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৯৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কিসাস পর্ব

পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার কিসাস ওয়াজিব হওয়া এবং তার হকদারকে কেসাস এবং রক্তপণের মাঝে ইচ্ছাধিকার দেয়া।
৯৯। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি হত্যাকারীর নিকট থেকে রক্তপণ আদায় করার পর তাকে হত্যা করে তাহলে আমি তাকে হত্যা করা থেকে বিরত থাকব না।
(আবূ দাউদ, আবু দাউদ তায়ালিসী। হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب القصاص

باب إيجاب القصاص بالقتل العمد وأن مستحقه بالخيار بينه وبين الدية
عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال لا أعفى من قتل بعد أخذه الدية.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৯ | মুসলিম বাংলা