মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৯৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কিসাস পর্ব
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার কিসাস ওয়াজিব হওয়া এবং তার হকদারকে কেসাস এবং রক্তপণের মাঝে ইচ্ছাধিকার দেয়া।
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার কিসাস ওয়াজিব হওয়া এবং তার হকদারকে কেসাস এবং রক্তপণের মাঝে ইচ্ছাধিকার দেয়া।
৯৮। আমর ইবন শুআইব তাঁর পিতা থেকে এবং শুআইব তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তাকে তার অভিভাবকদের কাছে সমর্পণ করা হবে। তারা চাইলে তাকে হত্যা করতে পারবে অথবা চাইলে রক্তপণ গ্রহণ করবে। আর তা হল, ত্রিশটি চার বছরের উট, আর ত্রিশটি পাঁচ বছরের উট এবং চল্লিশটি গর্ভবর্তী উট। আর তা ইচ্ছাকৃত হত্যার রক্তপণ। তারা যা গ্রহণ করতে একমত হবে তা তাদের জন্য। রক্তপণের যে উটের সংখ্যা উল্লেখ করা হয়েছে তা হল, সর্বোচ্চ রক্তপণ।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব। আর আবূ দাউদ হাদীসটিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব। আর আবূ দাউদ হাদীসটিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب القصاص
باب إيجاب القصاص بالقتل العمد وأن مستحقه بالخيار بينه وبين الدية
باب إيجاب القصاص بالقتل العمد وأن مستحقه بالخيار بينه وبين الدية
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال من قتل متعمدا دُفع إلى أولياء القتيل فان ساءوا قتلوه، وإن شاءوا أخذوا الدية وهي ثلاثون حقة وثلاثون جذعة وأربعون خلفة وذلك عقل العمد وما صالحوا عليه فهو لهم وذلك تشديد العقل