মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৯৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কিসাস পর্ব

পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার কিসাস ওয়াজিব হওয়া এবং তার হকদারকে কেসাস এবং রক্তপণের মাঝে ইচ্ছাধিকার দেয়া।
৯৭। আবু শুরায়হ খুযায়ী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কারো কোন নিকটাত্মীয়কে হত্যা বা আহত করা হয় তাহলে তার তিনটির যে কোন একটি গ্রহণের ইচ্ছাধিকার থাকবে, সে কিসাস গ্রহণ করবে বা রক্তপণ আদায় করবে বা তাকে ক্ষমা করবে। যদি সে চতুর্থ কোন কিছু চায় তাহলে তোমরা তাকে বাঁধা দিবে। যদি সে তিনটির থেকে কোন কিছু গ্রহণ করে, অতঃপর সীমালঙ্ঘন করে তাকে হত্যা করে তাহলে তার জন্য জাহান্নাম, যাতে সে চিরকাল অবস্থান করবে।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারিমী। হাদীসটির সনদ দুর্বল। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বুখারী, মুসলিম, আহমদ, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যদের আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হাদীস : "যখন মক্কা বিজয় হল তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বললেন, যদি কারো নিকটাত্মীয়কে হত্যা করা হয় তাহলে তার জন্য রক্তপণ বা কিসাস গ্রহণ করার অবকাশ রয়েছে।" এ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب القصاص

باب إيجاب القصاص بالقتل العمد وأن مستحقه بالخيار بينه وبين الدية
عن أبي شرح الخزامي قال قال رسول الله صلى الله عليه وسلم (وفي لفظ) سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أصيب بدم أو خبل والخبل الجرح، فهو بالخيار بين احدى ثلاث: إما أن يقتص أو يأخذ العقل أو بعفو فان أراد رابعة فحذوا على يديه، فان فعل شيئا من ذلك ثم عدا بعد فله النار خالدا فيها مخلدا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৭ | মুসলিম বাংলা