মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৯৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রত্যেক জীবন্ত প্রাণীকে আগুনে পোড়ানো হারাম।
৯৬। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) কোন এক স্থানে অবতরণ করলেন। আর তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য বের হলেন। আর তিনি এরূপ এক স্থানে আসলেন যেখানে জনৈক ব্যক্তি জমিনে বা একটি গাছে একটি পিঁপড়ার বাসায় আগুন লাগিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে কে একাজ করেছে? জনৈক ব্যক্তি বলল, আমি হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তুমি তা নিভাও তুমি তা নিভাও।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমরা একটি পিঁপড়ার বাসা অতিক্রম করলাম। যাতে আগুন লাগানো হয়েছে। নবী (ﷺ) বললেন, কোন ব্যক্তির জন্য উচিত নয় কাউকে আল্লাহ তা'আলার শাস্তিতে শাস্তি দেয়া।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবূ দাউদ হাদীসটিকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। এর সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن تحريق كل ذي روح بالنار
عن عبد الله قال نزل النبى صلى الله عليه وسلم منزلا فانطلق لحاجته فجاء وقد أوقد رجل على قربة نمل إما في الأرض وإما في شجرة فقال رسول الله صلى الله عليه وسلم أيكم فعل هذا؟ فقال رجل من القوم أنا يا رسول الله قال أطفها أطفها (وعنه من طريق ثان) قال كنا مع النبى صلى الله عليه وسلم فمررنا بقرية نمل فأحرقت فقال النبى صلى الله عليه وسلم لا ينبغي لبشر أن يعذب الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৬ | মুসলিম বাংলা