মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৯৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রত্যেক জীবন্ত প্রাণীকে আগুনে পোড়ানো হারাম।
৯৫। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন এক নবী (ﷺ) (স একটি গাছের নিচে অবতরণ করলেন। আর তাঁকে একটি পিঁপড়া দংশন করল। আর তিনি তার থেকে আসবাবপত্র সরানোর নির্দেশ দিলেন, তার নিচ থেকে তা সরানো হল। অতঃপর তিনি নিচের সকল পিঁপড়া আগুনে পোড়াতে নির্দেশ দিলেন। আর তা আগুনে পোড়ানো হল। অতঃপর আল্লাহ তা'আলা তাঁর নিকট ওহী পাঠালেন, কেবল একটি পিপঁড়াকে কেন নয়? (যেটি দংশন করেছিল অন্যান্য পিঁপড়াকেও পোড়ালেন?)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن تحريق كل ذي روح بالنار
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم نزل نبي من النبى تحت شجرة فلدغته نملة فأمر بجهازه فأخرج من تحتها ثم أمر بها فأحرقت بالنار فأوحى الله عز وجل إليه فلا نملة واحدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৫ | মুসলিম বাংলা