মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৯৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রাণী বা মানুষ বেঁধে রেখে হত্যা করা, বা তাকে এরূপ কোন বস্তু দ্বারা হত্যা করা যাতে তাকে কষ্ট দেয়া হয় এবং প্রাণী বা মানুষ হত্যা করে তার নাক-কান কেটে বিকৃত করা নিষেধ।
৯৩। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন পশুকে বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করেছেন।
(মুসলিম এবং অন্যরা)
(মুসলিম এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن قتل الحيوان أو الإنسان صبرا أو بشيء فيه تعذيب وعن التمثيل به
عن جابر بن عبد الله قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يقتل شيء من الدواب صبرا.