মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৯২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রাণী বা মানুষ বেঁধে রেখে হত্যা করা, বা তাকে এরূপ কোন বস্তু দ্বারা হত্যা করা যাতে তাকে কষ্ট দেয়া হয় এবং প্রাণী বা মানুষ হত্যা করে তার নাক-কান কেটে বিকৃত করা নিষেধ।
৯২। আব্দুল্লাহ ইবন হাফস (র) থেকে বর্ণিত, তিনি ইয়া'লা ইবন মুররা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি যখন যিয়াদের নিকট বসা ছিলেন তখন জনৈক ব্যক্তি তাঁর নিকট আসল, যে প্রথমে সাক্ষ্য দিয়েছে, অতঃপর তা পরিবর্তন করেছেন (অর্থাৎমুরতাদ হয়ে গেছে)। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমার জিহ্বা কেটে ফেলব। ইয়া'লা (রা) তাঁকে বললেন, আমি কি আপনাকে এরূপ একটি হাদীস অবহিত করব না, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মহা শক্তিশালী মহা মহিয়ান আল্লাহ বলেন, তোমরা আমার বান্দাদেরকে নাক-মুখ কেটে বিকৃত করবে না। তিনি বলেন, অতঃপর তিনি তার সিদ্ধান্ত পরিহার করেন।
(তাবারানী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ দুর্বল। এ কিতাবের জিহাদ পর্বে অঙ্গচ্ছেদন এবং আগুনে জ্বালানো হারাম হওয়ার অধ্যায়ে ইমাম আহমদের মুগীরা ইবন শু'বা (রা) এবং ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত হাদীস এ হাদীসটির সমর্থন করে।)
(তাবারানী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ দুর্বল। এ কিতাবের জিহাদ পর্বে অঙ্গচ্ছেদন এবং আগুনে জ্বালানো হারাম হওয়ার অধ্যায়ে ইমাম আহমদের মুগীরা ইবন শু'বা (রা) এবং ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত হাদীস এ হাদীসটির সমর্থন করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن قتل الحيوان أو الإنسان صبرا أو بشيء فيه تعذيب وعن التمثيل به
عند عبد الله بن حفص عن يعلى بن مرة أنه كان عند زياد جالسا فأتى رجل شهد فغير شهادته فقال لأقطعن لسانك فقال له يعلى ألا أحدثك حديثا سمعته من رسول الله صلى الله عليه وسلم، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل لا تمثلوا بعبادي قال فتركه.