মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৮৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয়।
৮৫। আব্দুর রহমান ইবন উসমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক চিকিৎসক রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট একটি ঔষধের কথা উল্লেখ করলেন। আর তা ব্যাঙ দিয়ে তৈরী করার কথা জানালেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) ব্যাঙ মারতে নিষেধ করলেন।
(আবূ দাউদ, আবূ দাউদ তায়ালিসী, নাসাঈ, হাকিম "তিব্ব” অধ্যায়ে। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(আবূ দাউদ, আবূ দাউদ তায়ালিসী, নাসাঈ, হাকিম "তিব্ব” অধ্যায়ে। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما لا يجوز قتله من الحيوان
عن عبد الرحمن بن عثمان قال ذكر طبيب عند رسول الله صلى الله عليه وسلم دواءا وذكر فيه الضفدع يجعل فيه فنهى رسول الله صلى الله عليه وسلم الضفدع.