মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৮৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রাণী বা মানুষ বেঁধে রেখে হত্যা করা, বা তাকে এরূপ কোন বস্তু দ্বারা হত্যা করা যাতে তাকে কষ্ট দেয়া হয় এবং প্রাণী বা মানুষ হত্যা করে তার নাক-কান কেটে বিকৃত করা নিষেধ।
৮৬। সাঈদ ইবন আমর ইবন সাঈদ ইবন আস (র) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইবন উমর (রা) ইয়াহইয়া ইবন সাঈদ ইবন আসের সাথে সাক্ষাৎ করলেন তখন তাঁর এক বালক ছেলে একটি মুরগী বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিল। তিনি মুরগীটির নিকট যেয়ে তাকে বাঁধন মুক্ত করলেন। অতঃপর তিনি মুরগীটিকে এবং বালক ছেলেটিকে ইয়াহইয়ার কাছে নিয়ে আসলেন এবং বললেন, আপনারা আপনাদের এ ছেলেকে এ পাখিটিকে বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করুন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পশু বা অন্য কোন প্রাণী বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করতে শুনেছি। আর যদি আপনারা তাকে জবেহ করতে চান, তবে জবেহ করুন।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن قتل الحيوان أو الإنسان صبرا أو بشيء فيه تعذيب وعن التمثيل به
عن إسحاق بن سعيد عن أبيه قال دخل ابن عمر على يحيي بن سعيد وغلام من بنيه رابط دجاجة يرميها فمشى إلى الدجاجة فحملها ثم أقبل بها وبالغلام وقال ليحيي ازجروا فلامكم من أن يصبر هذا الطير على القتل فإني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهي أن تُصبر بهيمة أو غيرها لقتل، وإذا أردتم ذبحها فاذبحوها.