মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৮৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয়।
৮৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চারটি প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন; পিঁপড়া, মৌমাছি, হুদহুদ, কাঠঠোকরা জাতীয় পক্ষী বিশেষ।
(আবূ দাউদ, ইবন মাজাহ, দারিমী। হাফিয ইবন হাজর বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما لا يجوز قتله من الحيوان
عن ابن عباس قال نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل أربع من الدواب النملة والنحلة والهدهد والصُّرَد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৪ | মুসলিম বাংলা