মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৮৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফিরিশতাগণ (আ)-এর প্রবেশ না করা।
৮৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একদল আনসারী (রা)-এর বাড়ীতে আসতেন। তাঁদের বাড়ীর সম্মুখে একটি বাড়ী ছিল। তিনি বলেন, বিষয়টা ঐ বাড়ীওয়ালাদেরকে পীড়া দিল। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! আমরা সকল দোষত্রুটি থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আপনি অমুক বাড়ীতে আসেন, অথচ আমাদের বাড়ীতে আসেন না। তিনি বললেন, তোমাদের বাড়ীতে কুকুর রয়েছে। তাঁরা বললেন, তাঁদের বাড়ীতে বিড়াল রয়েছে। নবী (ﷺ) বললেন, বিড়াল (পবিত্র) হিংস্র প্রাণী।
(দারাকুতনী সুনানে, হাকিম, তিনি হাদীসটিকে সহীহ বলেছেন।)
(দারাকুতনী সুনানে, হাকিম, তিনি হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم دخول الملائكة بيتًا فيه كلب أو صورة
عن أبي هريرة قال كان النبى صلى الله عليه وسلم يأتي دار قوم من الأنصار ودونهم دار، قال فشق ذلك عليهم، فقالوا يا رسول الله سبحان الله تأتي دار فلان ولا تأتى دارنا، فقال النبى صلى الله عليه وسلم لأن في داركم كلبا، قالوا فإن في دارهم سنورا فقال النبى صلى الله عليه وسلم ان السنور سبع.