মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৮০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফিরিশতাগণ (আ)-এর প্রবেশ না করা।
৮০। বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকেন। তিনি বললেন, আপনাকে কোন বস্তু আমার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রেখেছে? তিনি বললেন, যে ঘরে কুকুর থাকে আমরা তাতে প্রবেশ করি না।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হায়ছামী আল মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হায়ছামী আল মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم دخول الملائكة بيتًا فيه كلب أو صورة
عن عبد الله بن بريدة عن أبيه قال احتبس جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال ما أحبسك؟ قال إنا لا ندخل بيتا فيه كلب.