মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৭৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফিরিশতাগণ (আ)-এর প্রবেশ না করা।
৭৯। উসামা ইবন যাইদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চিন্তিত থাকা অবস্থায় আমি তাঁর নিকট উপস্থিত হলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, জিবরাঈল (আ) আমার নিকট তিন দিন আসেননি, তিনি বলেন, তিনি তাঁর ঘরে কুকুর শাবক দেখতে পেলেন। আর তিনি তাকে হত্যা করতে নির্দেশ দিলেন। আর তাকে হত্যা করা হল। অতঃপর জিবরাঈল (আ) তাঁর কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁকে দেখলেন তখন তিনি খুশী মনে দ্রুত তাঁর দিকে এগিয়ে গেলেন। আর বললেন, আপনি আমার নিকট আসেননি? তিনি বললেন, যে ঘরে কুকুর এবং ছবি থাকে আমরা তাতে প্রবেশ করি না।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم دخول الملائكة بيتًا فيه كلب أو صورة
عن أسامة بن زيد قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وعليه الكآبة فسألته ماله؟ فقال لم يأتني جبريل منذ ثلاث، قال فإذا جرو كلب بين بيوته فأمر به فقتل فبدا له جبريل عليه السلام فبهش إليه رسول الله صلى الله عليه وسلم حين رآه فقال لم تأتنى فقال إنا لا ندخل بيتا فيه كلب ولا تصاوير.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৯ | মুসলিম বাংলা