মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৮১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফিরিশতাগণ (আ)-এর প্রবেশ না করা।
৮১। আলী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে ঘরে কুকুর এবং ছবি রয়েছে তাতে ফিরিশতাগণ (আ) প্রবেশ করেন না।
(নাসাঈ, ইবন মাজাহ, দারিমী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। আব্দুল্লাহ ইবন ইমাম আহমদও হাদীসটিকে যাওয়াইদে মুসনাদ আহমদে বর্ণনা করেছেন।)
(নাসাঈ, ইবন মাজাহ, দারিমী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। আব্দুল্লাহ ইবন ইমাম আহমদও হাদীসটিকে যাওয়াইদে মুসনাদ আহমদে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم دخول الملائكة بيتًا فيه كلب أو صورة
عن علي رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم أنه قال لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صورة.