মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৭৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-কর্তৃক কুকুর পোষার অনুমতি দেয়ার পরে যে কুকুর পোষা জায়িয এবং যে কুকুর পোষা হারাম।
৭৪। ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি শিকারের জন্য এবং গবাদি পশু রক্ষা করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছাড়া অন্য কোন কুকুর পোষে তাহলে তার সওয়াব থেকে প্রত্যেক দিন দু'কীরাত কমে যায়। তাঁকে বলা হল, আবূ হুরায়রা (রা) বলেন, শস্যক্ষেত্র রক্ষার কাজে ব্যবহৃত কুকরও ব্যতিক্রম। তিনি বলেন, আবূ হুরায়রা (রা)-এর শস্যক্ষেত্র রয়েছে। (মুসলিম, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يجوز اقتناؤه من الكلاب بعد الرخصة وما لا يجوز
عن نافع عن ابن عمر (12) عن النبي صلى الله عليه وسلم أنه قال من اتخذ أو قال اقتني كلبًا ليس بضار (1) ولا كلب ماشية نقص من أجره كل يومٍ قيراطان (2) فقيل له إن أبا هريرة يقول أو كلب حرث فقال أنى لأبي هريرة حرث