মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৭৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-কর্তৃক কুকুর পোষার অনুমতি দেয়ার পরে যে কুকুর পোষা জায়িয এবং যে কুকুর পোষা হারাম।
৭৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি শস্যক্ষেত্র এবং গবাদি পশু রক্ষা করার জন্য যে কুকুর পোষা হয় তা ছাড়া অন্য কোন কুকুর পোষে তাহলে তার আমল থেকে প্রত্যেক দিন এক কীরাত কমে যায়।
(মুসলিম, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يجوز اقتناؤه من الكلاب بعد الرخصة وما لا يجوز
عن أبي هريرة (7) عن النبي صلى الله عليه وسلم من أمسك كلبًا (8) فانه ينقص من عمله (9) كل يومٍ قيراط (10) إلا كلب حرثٍ أو ماشية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৩ | মুসলিম বাংলা