মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৭২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কালো কুকুর ছাড়া অন্য কুকুর পোষার অনুমতি দেয়া।
৭২। আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যা করতে নির্দেশ দিলেন। অতঃপর তিনি কুকর হত্যা বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর তিনি শিকারী কুকুর এবং ছাগল, ভেড়া ও মেষকে নেকড়ে বাঘ থেকে রক্ষা করার জন্য কুকুর পোষার অনুমতি দিয়েছেন।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب الرخصة في عدم قتل الكلاب إلا الأسود البهيم
عن عبد الله بن مغفل (4) قال أمر رسول الله صلى الله عليه وسلم بقتل الكلاب ثم قال مالكم والكلاب (5) ثم رخص في كلب الصيد والغنم