মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৭১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কালো কুকুর ছাড়া অন্য কুকুর পোষার অনুমতি দেয়া।
৭১। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সম্পূর্ণ কালো কুকুর শয়তান।
(হায়ছামী আল মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে লাইছ ইবন আবূ সুলাইম আছেন। তিনি নির্ভরযোগ্য বর্ণনাকারী। তবে তিনি মুদাল্লিস। আহমদের হাদীসের অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب الرخصة في عدم قتل الكلاب إلا الأسود البهيم
عن عائشة رضي الله عنها (2) قالت قال رسول الله صلى الله عليه وسلم الكلب الأسود البهيم شيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭১ | মুসলিম বাংলা