মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৭৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-কর্তৃক কুকুর পোষার অনুমতি দেয়ার পরে যে কুকুর পোষা জায়িয এবং যে কুকুর পোষা হারাম।
৭৫। আবুল হাকাম বাজালী (রা) থেকে বর্ণিত, ইবন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন বাক্তি শস্যক্ষেত্র বা গবাদি পশু রক্ষা করার জন্য বা শিকার করার জন্য যে কুকুর পোষা হয় তা ছাড়া অন্য কোন কুকুর পোষে তাহলে তার আমল থেকে প্রত্যেকদিন এক কীরাত কমে যায়। আমি ইবন উমর (রা)-কে বললাম, যদি আমি এরূপ কোন বাড়ীতে থাকি, যার মালিক আমি নই, আর সে বাড়ীতে কুকুর পোষা অপছন্দ করি? তিনি বললেন, তাহলে বাড়ীর মালিকের আমল থেকে সওয়াব কমবে।
(মুসলিম। রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা كُلَّ يَوْمٍ قِيْرَاطٌ (প্রত্যেক দিন এক কীরাত) পর্যন্ত বর্ণনা করেছেন। তিনি আবুল হাকাম বাজালী (রা)-এর প্রশ্ন এবং উমর (রা)-এর উত্তরের উল্লেখ করেননি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يجوز اقتناؤه من الكلاب بعد الرخصة وما لا يجوز
عن أبي الحكم البجلي (4) عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من اتخذ كلبًا غير كلب زرعٍ أو ضرع (5) أو صيدٍ نقص من عمله كل يومٍ قيراط، قلت لابن عمر (6) إن كان في دار (7) وأنا له كاره؟ قال هو على رب الدار الذي يملكها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৫ | মুসলিম বাংলা