মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬৮। হাসান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান (রা)-কে তাঁর ভাষণে কুকুর এবং যে কবুতর খেল তামাশা, অশুভ লক্ষণ গ্রহণ এবং জুয়া খেলার জন্য পোষা হয়, তা হত্যা করতে নির্দেশ দিতে দেখেছি।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাদীসটি হাসান।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها
باب الأمر بقتلها وسبب ذلك
باب الأمر بقتلها وسبب ذلك
عن الحسن (5) قال شهد عثمان يأمر في خطبته بقتل الكلاب وذبح الحمام