মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৬৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬৭। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বড় চক্ষু বিশিষ্ট কুকুর হত্যা করতে নির্দেশ দিয়েছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি, হায়ছামী মাজমাউয যাওয়াইদে বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। তবে ইব্রাহীম নাখয়ী (রা)-এর হযরত আয়েশা (রা) এর নিকট উপস্থিত হওয়া প্রমাণিত হলেও তাঁর থেকে তাঁর হাদীস শোনা প্রমাণিত হয়নি। আল্লাহ ভাল জানেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها

باب الأمر بقتلها وسبب ذلك
عن عائشة رضي الله عنها (3) قالت أمر رسول الله صلى الله عليه وسلم بقتل الكلاب العين (4).
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৭ | মুসলিম বাংলা