মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৬৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কালো কুকুর ছাড়া অন্য কুকুর পোষার অনুমতি দেয়া।
৬৯। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদেরকে কুকুর হত্যা করতে নির্দেশ দিলেন। এমনকি কোন মহিলা মরুভূমি থেকে কুকুর নিয়ে আগমন করলেও আমরা তার কুকুর হত্যা করতাম। অতঃপর নবী (ﷺ) আমাদেরকে তা হত্যা করতে নিষেধ করেন, আর বলেন, তোমাদের উচিৎ দু' চোখের উপর দু'টি সাদা চিহ্ন রয়েছে এরূপ পরিপূর্ণ কাল কুকুর হত্যা করা, কেননা তা শয়তান। (মুসলিম এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب الرخصة في عدم قتل الكلاب إلا الأسود البهيم
عن جابر بن عبد الله (7) قال أمرنا النبي صلى الله عليه وسلم بقتل الكلاب (8) حتى عن المرأة تقدم من البادية بكلبها فنقتله ثم نهى النبي صلى الله عليه وسلم عن قتلها (9) وقال عليكم بالأسود البهيم ذي النقطتين (10) فانه شيطان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৯ | মুসলিম বাংলা