মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬৪। হযরত আবু রাফি (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কুকুর হত্যা করতে নির্দেশ দিলেন। আমি বের হলাম। আর যে কুকুরকেই পেলাম তাকে হত্যা করলাম। আমি একটি কুকুরকে একটি ঘর প্রদক্ষীণ করতে দেখে তাকে হত্যা করতে গেলাম। একজন মানুষ ঘরের মধ্য থেকে আমাকে ডেকে বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি করতে চাচ্ছ? আমি বললাম, আমি এ কুকুরটিকে হত্যা করতে চাচ্ছি। সে বলল, আমি এরূপ একজন মহিলা যাকে দেখার মত কেউ নেই। এ কুকুরটি আমার থেকে হিংস্র পশু তাড়িয়ে দেয় এবং আমার নিকট আগন্তুকের প্রবেশের অনুমতি চায়। আপনি নবী (ﷺ)-এর নিকট যেয়ে তাঁকে তা অবহিত করুন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে তা অবহিত করলে তিনি আমাকে কুকুরটিকে হত্যা করতে নির্দেশ দিলেন।
(হাদীসটির উৎস পূর্ববর্তী হাদীসের অনুরূপ।)
(হাদীসটির উৎস পূর্ববর্তী হাদীসের অনুরূপ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها
باب الأمر بقتلها وسبب ذلك
باب الأمر بقتلها وسبب ذلك
وعنه أيضًا (9) قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقتل الكلاب فخرجت أقتلها لا أرى كلبًا إلا قتلته فاذا كلب يدور ببيتٍ فذهبت لأقتله فناداني إنسان من جوف البيت يا عبد الله ما تريد أن تصنع؟ قلت أريد أن أقتل هذا الكلب فقالت اني امرأة مضيعة (10) وان هذا الكلب يطرد عني السبع ويؤذنني بالجائي فأتى النبي صلى الله عليه وسلم فاذكر ذلك له، قال فأتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فأمرني بقتله.