মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬৩। রাসূলুল্লাহ (ﷺ) -এর আযাদকৃত গোলাম আবু রাফি' থেকে বর্ণিত, নবী (ﷺ) বললেন, হে আবূ রাফি' তুমি মদীনার সকল কুকুর হত্যা কর। তিনি বলেন, আমি বাকীর' কবরস্থানের অন্তর্গত সুরাইন নামক স্থানে আনসারী মহিলাগণ (রা)-কে দেখতে পেলাম। তাঁদের সাথে কুকুর ছিল। তাঁরা বললেন, হে আবু রাফি' (রা)! রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পুরুষদেরকে যুদ্ধে পাঠিয়েছেন। আল্লাহর পরে এ কুকুর আমাদেরকে শত্রুর অনিষ্ঠা থেকে রক্ষা করে। আল্লাহর শপথ! কেউ আমাদের নিকট আসতে সক্ষম হয় না, যতক্ষণ না আমাদের কোন মহিলা তার (কুকুরের) ও আগন্তুকের মাঝে প্রতিবন্ধক হয়। অতএব আপনি তা নবী (ﷺ)-কে অবহিত করুন। আবূ রাফি' (রা) নবী (ﷺ)-কে তা অবহিত করলেন। তিনি বললেন, হে আবূ রাফি' তুমি তা হত্যা কর। কেননা মহান আল্লাহ তাদেরকে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করবেন।
(বাযযার, তাবারানী আল-মু'জামুল কাবীর। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের হাদীসের সনদ উত্তম।)
(বাযযার, তাবারানী আল-মু'জামুল কাবীর। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের হাদীসের সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها
باب الأمر بقتلها وسبب ذلك
باب الأمر بقتلها وسبب ذلك
عن أبي رافع (4) (مولى رسول الله صلى الله عليه وسلم) أن النبي صلى الله عليه وسلم قال يا أبا رافع اقتل كل كلبٍ بالمدينة، قال فوجدت نسوةً من الأنصار بالصورين (5) من البقيع لهن كلب فقلن يا أبا رافع إن رسول الله صلى الله عليه وسلم قد أغزى رجالنا (6) وإن هذا الكلب يمنعنا بعد الله، والله ما يستطيع أحد أن يأتينا (7) حتى تقوم امرأة منا فتحول بينه وبينه فاذكره للنبي صلى الله عليه وسلم فذكره أبو رافع للنبي صلى الله عليه وسلم فقال يا أبا رافع اقتله فإنما يمنعهن (8) الله عز وجل.