মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬২। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাঈল (আ) নবী (ﷺ)-কে নির্দিষ্ট কোন এক সময়ে তাঁর নিকট উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু তিনি তাঁর নিকট প্রতিশ্রুত সময়ে উপস্থিত হতে দেরী করলেন। রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হয়ে তাঁকে দরজার নিকট দাঁড়ানো পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি প্রতিশ্রুত সময়ে আপনার উপস্থিতির অপেক্ষা করছিলাম। তিনি বললেন, আপনার ঘরে কুকুর রয়েছে। যে ঘরে কুকুর এবং ছবি থাকে আমরা তাতে প্রবেশ করি না। আয়েশা (রা)-এর খাটের নিচে কুকুর শাবক ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বের করতে নির্দেশ দিলেন। তাকে বের করা হল। অতঃপর যখন তিনি প্রভাত যাপন করলেন তখন কুকুর হত্যা করতে নির্দেশ দিলেন। আর তা হত্যা করা হল।
(মুসলিম, ইবন মাজাহ)
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها
باب الأمر بقتلها وسبب ذلك
باب الأمر بقتلها وسبب ذلك
عن أبي سلمة عن عائشة (10) رضي الله عنها قالت وأعد رسول الله صلى الله عليه وسلم في ساعةٍ أن يأتيه فيها فراث (1) عليه أن يأتيه فيها فخرج رسول الله صلى الله عليه وسلم فوجده بالباب قائمًا، فقال رسول الله إني انتظرتك لميعادك فقال إن في البيت كلبَا ولا ندخل بيتًا فيه كلب ولا صورة، وكان تحت سرير عائشة جرو (2) كلب فأمر به رسول الله صلى الله عليه وسلم فأخرج ثم أمر بالكلاب حين أصبح فقتلت (3).