মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : গিরগিটি হত্যা করা মুস্তাহাব হওয়া এবং তার হত্যাকারীর সওয়াব অর্জন করা প্রসঙ্গে।
৬১। ইবন মুসায়্যিব (র) থেকে বর্ণিত, শারীকের মা তাঁকে অবহিত করেছেন যে, তিনি নবী (ﷺ)- এর নিকট গিরগিটি হত্যা করার অনুমতি চাইলেন। তিনি তাকে গিরগিটি হত্যা করার আদেশ দিলেন।
এ হাদীসের দু'জন বর্ণনাকারী ইবন বকর এবং রূহ বলেন, শারীকের মা আমির ইবন লুয়াই বংশের একজন মহিলা।
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
এ হাদীসের দু'জন বর্ণনাকারী ইবন বকর এবং রূহ বলেন, শারীকের মা আমির ইবন লুয়াই বংশের একজন মহিলা।
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب قتل الوزع وثواب قاتله
عن ابن المسيب (7) ان أم شريك (8) أخبرته أنها استأمرت (9) النبي صلى الله عليه وسلم في قتل الوزغات فأمرها بقتل الوزغات، قال ابن بكر وروح أم شريك احدى نساء بني عامر بن لؤي